পিকাপ ভ্যান
সাভারে গাছের সঙ্গে পিকাপ ভ্যানের ধাক্কা, নিহত ২
সাভারে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ ভ্যানের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরতর আহত হন আরও একজন। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহিম ও সালাউদ্দিন। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, ভোরে একটি পিকআপ ভ্যানে করে তিন শ্রমিক বিরুলিয়া থেকে সাভারে যাচ্ছিলেন। আক্রান এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ ফেলেন এবং গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় পিকআপ ভ্যানে থাকা তিন শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শ্রমিক রহিম ও সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুরুতর আহত অপরজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গুলিতে নিহত রবিউলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারে প্রাইভেটকার, নিহত ৩
১০ মাস আগে