বিচারকে
চট্টগ্রামে বিচারকের বিরুদ্ধে মন্তব্য, পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় জিডি
চট্টগ্রাম আদালতের বিচারককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযুক্ত পুলিশ সদস্য সঞ্জয় চৌধুরী (২৪) বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালংয়ে এপিবিএনে কর্মরত।
তিনি সাতকানিয়া থানার কালিয়াইশ এলাকার চন্দন চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২.১ শতাংশ বাড়াতে সহায়তা করবে বিআরআই: প্রতিবেদন
সোমবার (২৯ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালি থানায় জিডি করেন চট্টগ্রাম মহানগরী ম্যাজিস্ট্রেট-১ আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা।
জিডির বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি জোনের এসি অতনু চক্রবর্ত্তী।
আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এই পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী ইমা বসু গত বছর ১৯ জুলাই মহানগরীর ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলা করেন। আদালত ওইদিন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। সমন পেয়েও আসামি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আরও পড়ুন: চালক নিয়োগ: অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় ইবি ছাত্রলীগ সভাপতির জিডি
এরপর আসামি একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন। পরে এই আদালত ও বিচারককে নিয়ে কটুক্তি ও কুরুরচিপূর্ণ মন্তব্য করে বাদির হোয়াটসঅ্যাপ নম্বরে ধারাবাহিকভাবে মেসেজ দেন। এ ঘটনায় বাদি বিরক্ত হয়ে বিষয়টি আদালতে উপস্থাপন করেন।
আদালত এই বিষয়ে তদন্ত করতে চট্টগ্রাম মহানগরী পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দেন। গত ২৩ ডিসেম্বর আদালতে তথ্য প্রমাণসহ প্রতিবেদন দেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
আরও পড়ুন: ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে জিডিপির ১১.২% কর আদায়ের লক্ষ্য সরকারের
১০ মাস আগে