১৪ বগি
সীতাকুণ্ডে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ১৪ বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টায় চলাচল স্বাভাবিক
চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি সীতাকুণ্ডে ইঞ্জিনের বাফার (ক্লিপ) ভেঙে ১৪টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার উত্তর এয়াকুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা ধরে মেরামতের পর বিকাল ৫টার দিকে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বত্তদের আগুনে পুড়ল পিকআপ
ট্রেনের যাত্রীরা বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসার পর সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
ইঞ্জিনের বাফার (ক্লিপ) ভেঙে ট্রেনের ১৪টি বগি বিচ্ছিন্ন হলেও চালক তা বুঝতে না পেরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ গজ দূরে ট্রেনটি চালিয়ে নিয়ে যান। এরপর বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের পেয়ে থামান ট্রেন।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর বিচ্ছিন্ন বগিগুলো ইঞ্জিনের সহায়তায় টেনে এনে ফের জুড়ে দিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। উদ্ধার কাজ সম্পন্ন করা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ট্রেনটি আটকে ছিল। তবে বিকল্প পথে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল।’
আরও পড়ুন: সীতাকুণ্ডে উৎপাদিত শিম যাচ্ছে ইতালিতে, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ত্রিপুরা সর্দার নিহত
১১ মাস আগে