গ্রেপ্তার ১৬
কুমিল্লায় ২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষ: গ্রেপ্তার ১৬, অস্ত্র-ককটেল জব্দ
কুমিল্লা নগরীতে সার্কিট হাউজ মোড় এলাকায় ‘রতন গ্রুপ’ ও ‘ঈগল গ্রুপ’ নামে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল জব্দ করে পুলিশ।
আরও পড়ুন: কলারোয়া সীমান্তে ৫ কোটি টাকার আইস জব্দ
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।
পুলিশ সুপার জানান, কুমিল্লা নগরীতে শুক্রবার বিকালে সার্কিট হাউস এলাকায় দুইটি কিশোর গ্যাংয়ের সংঘর্ষ হয়। এসময় বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল রাতভর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে ৩.৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৯টি ককটেল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, নাজমুল হাসান রাফি, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন প্রমুখ।
আরও পড়ুন: সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪
১০ মাস আগে