গাড়ি উল্টে
চট্টগ্রামে বিমানবাহিনীর গাড়ি উল্টে ৫ কর্মকর্তা আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলায় প্রাণিসম্পদ অফিস এলাকায় বিমানবাহিনীর একটি গাড়ি উল্টে পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে নোয়াখালীর সোনাইমুড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিমানবাহিনীর তিন সামরিক কর্মকর্তা ও দুই বেসামরিক কর্মকর্তা রয়েছেন। তবে পুলিশ তাদের নাম পরিচয় বিস্তারিত জানায়নি।
আরও পড়ুন: গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানায়, বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হওয়াতে চট্টগ্রাম এয়ারবেজ থেকে আসা বিমানবাহিনীর ছয় টন ওজনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পশু হাসপাতালের সামনে বিমানবাহিনীর একটি গাড়ি উল্টে পাঁচ কর্মকর্তা আহত হয়েছে।
ওসি আরও জানান, তাদের স্থানীয় মীরসরাই সদরে সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই পোশাককর্মীর মৃত্যু
ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১০
৯ মাস আগে