আহত নারী
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষের ৫ দিন পর আহত নারীর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত হেলানা খাতুন ওই উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা।
সাঘাটা থানা সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের শফি মিয়ার সঙ্গে পাশের বাড়ির তসলিম উদ্দিনের কথাকাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
এ ঘটনায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন হেলানা খাতুন। পরে তাকে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে আহত হেলানার মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
১১ মাস আগে