আল কাসিম হইল শহর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবের আল কাসিম হইল শহরে সড়ক দুর্ঘটনায় সম্রাট হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শহরের শেহরিতে গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: টঙ্গীতে আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
নিহত সম্রাট ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
নিহতের চাচা নজরুল ইসলাম শামীম জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভূমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রবাসে নিহত হওয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি।
আরও পড়ুন: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২
সিলেটে ট্রাকচাপায় ফুটবলার নিহত
১০ মাস আগে