ডিজিটাল মিডিয়া
ডিজিটাল মিডিয়া ফোরাম পুরস্কার পেলেন ১১ সাংবাদিক
সাংবাদিকতায় অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ সাংবাদিককে 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' দিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
এছাড়া দেশের গণমাধ্যম, ডিজিটাল ও ব্যবসা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ৬ জনকে ডিএমএফ স্পেশাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
শনিবার (১ জুন) রাজধানীতে পুরষ্কার বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশিষ্ট সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জুরি বোর্ডের সদস্য ইউএনবির বিশেষ প্রতিনিধি আবদুর রহমান জাহাঙ্গীর ও দৈনিক সবুজের বার্তা প্রধান নিশান মোহাম্মদ মোকসেদুর রহমান ওয়ালী পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিক হলেন- বিজনেস ক্যাটাগরিতে বণিক বার্তার ইয়াহিয়া নকিব, আরটিভির বিনোদন বিভাগের এস এম মারজান ইভান, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দৈনিক কালবিলের জাফর ইকবাল, সমকালের (আইসিটি) সাব্বিন হাসান ও রাইজিং বিডির ক্রীড়া সাংবাদিক ইয়াসিন হাসান।
আরও পড়ুন: সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের প্রয়োজন নেই, সব তথ্য ওয়েবসাইটে আছে: ওবায়দুল কাদের
৬ মাস আগে
সংবাদপত্র টিকিয়ে রাখতে নিউজপ্রিন্টে কর কমাতে এনবিআরের প্রতি নোয়াবের আহ্বান
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) বলছে, ডিজিটাল মিডিয়ার যুগে নিউজপ্রিন্ট ও অন্যান্য মুদ্রণ সামগ্রীর বিপুল ব্যয়ে সংবাদপত্র টিকে থাকতে হিমশিম খাচ্ছে।
সংবাদপত্র শিল্পের জন্য শুল্ক ও কর নীতির সংস্কার প্রয়োজন বলে রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান নোয়াব নেতারা।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় নোয়াব সভাপতি এ কে আজাদ এসব কথা বলেন।
আরও পড়ুন: রপ্তানি বৃদ্ধিতে বন্দর ব্যবস্থাপনা সহজ করার তাগিদ
আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা, বিশেষ করে মার্কিন ডলারের ক্রমবর্ধমান বিনিময় হারের কারণে এ শিল্প হুমকির মুখে। এক টন নিউজপ্রিন্টের দাম কয়েক বছর আগে ৬০০ মার্কিন ডলারেরও কম ছিল, এখন তা ৭০০ ডলারেরও বেশি হয়েছে।
তিনি বলেন, ‘এর অন্যতম প্রধান কারণ মার্কিন ডলারের বিরূপ বিনিময় হার। সংবাদপত্রের আমদানি শুল্ক পাঁচ শতাংশ থাকলেও ১৫ শতাংশ ভ্যাট, অগ্রিম আয়কর, পরিবহন বিমা ইত্যাদি নিয়ে ল্যান্ডেড কস্ট আসে প্রায় ৩০ শতাংশ।’
সংবাদপত্র শিল্পকে টিকিয়ে রাখতে নিউজপ্রিন্ট আমদানিতে বিভিন্ন ধরনের ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস কমানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘সংবাদপত্র শিল্পের উন্নয়নে সরকার গত কয়েক বছরে আমাদের কোনো পরামর্শ গ্রহণ করেনি। এ বছরের বাজেটে আমাদের প্রস্তাবগুলো যেন বিবেচনায় নেওয়া হয়।’
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘কর প্রদান একটি সর্বজনীন বৈশ্বিক অনুশীলন। আপনি অন্যান্য দেশের দিকে তাকান- দেখতে পাবেন কীভাবে সংবাদপত্রের ব্র্যান্ডিং হয়, কীভাবে এখান থেকে রাজস্ব নেওয়া হয়।’
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
তিনি বলেন, ‘আমি যতদূর জানি ভারত, পাকিস্তান ও শ্রীলংকায় সংবাদপত্রের কাছ থেকে ভিন্নভাবে ট্যাক্স নেওয়া হয়। তাদের ট্যাক্স আরও কম।’
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম নোয়াবের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।
তিনি বলেন, কোনো সুবিধা পেলে আরেক গোষ্ঠী তার অপব্যবহার করতে প্রস্তুত রয়েছে। নিউজপ্রিন্টের জন্য কাগজের দাম বা আমদানি শুল্ক কমানো হলে সব কাগজ নিউজপ্রিন্টের আওতায় চলে আসবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অতীতেও এমন ঘটনা ঘটেছে। নিউজপ্রিন্টের জন্য কত কাগজ আসছে তা বের করা সম্ভব হচ্ছে না। এ লক্ষ্যে আমরা কাজ করতে চাই।’
রাজস্ব বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর-জিডিপি ও করের হার বাড়াতে গণমাধ্যম সচেতনতামূলক প্রচার চালাচ্ছে।
আরও পড়ুন: ‘শরিফার গল্প’ থেকে দুই লাইন বাদ দেওয়ার দাবি জাতীয় পার্টির চুন্নুর
১০ মাস আগে