জিপের ধাক্কা
চট্টগ্রামে জিপের ধাক্কায় নারী নিহত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জিপের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কর্ণফুলীর পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাব বেগম (৫৫) কর্ণফুলী উপজেলা বড়উঠান (৮ নম্বর ওয়ার্ড) বালির বাপের বাড়ির আইয়ুব আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ছৈয়দ রানা বলেন, জয়নাব বেগম সকালে বড়উঠান দীঘির পাড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় জিপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, জিপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহে ট্রাক উল্টে নিহত ১, আহত ২০
৪৩৭ দিন আগে