অবৈধ মাদক প্রতিরোধ
অবৈধ মাদক প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা করছে সরকার
মাদক নির্মূলে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা প্রস্তুত করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের পরিধি বাড়াতে চীনের প্রতি অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশীজনদের নিয়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আধুনিকায়ন’ শিরোনামে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশের বিশ্রামের ব্যবস্থা করতে সিটি মেয়রদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
ভোলা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরিমানা আদায় করে গত ১৫ বছরে ৭৭৫ কোটি ৮৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।
আরও পড়ুন: কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
১০ মাস আগে