ইন্দোনেশিয়ার বিনিয়োগ
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকে স্বাগত জানায় বাংলাদেশ: নসরুল হামিদ
ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে স্বাগত জানাবে বাংলাদেশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হার্তান্টু সুবোলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতীম দেশটি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
আরও পড়ুন: ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: নসরুল হামিদ
তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। উভয় দেশই অভিজ্ঞতা বা সম্পদ বিনিময়ের মাধ্যমে আরও বেশি উপকৃত হতে পারে।’
তিনি বলেন, বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে স্বাগত জানানো হবে।
তিনি বর্তমান পরিস্থিতি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে তার দেশের আগ্রহের কথা ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চায় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে এই সক্ষমতা বাড়ানো যাবে।
আরও পড়ুন: বিদ্যুৎ উৎপাদনে হাইড্রোজেন ও অ্যামোনিয়া কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছে সরকার: নসরুল হামিদ
দু-একদিনের মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বাড়বে: নসরুল হামিদ
১০ মাস আগে