ওমরজাই
বিপিএল ২০২৪: রংপুর রাইডার্স ছাড়ছেন বাবর, ওমরজাই ও নবী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিচ্ছেন রংপুর রাইডার্সের তিন বিদেশি ক্রিকেটার।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
তিন ক্রিকেটার হলো- পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই।
আারও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্বীকৃত বাবর আজম বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। রংপুরের হয়ে চলতি মৌসুমে তিনি একাধিকবার জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ২০০- এর বেশি রান সংগ্রহ করেন। এছাড়া পাঁচ ইনিংসে মোট ২০৪ রান সংগ্রহ করেছিলেন এবং ৫০ এর বেশি গড় অর্জন করেছিলেন।
সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাবর বলেন, ‘আমি আবারও রংপুরের হয়ে খেলতে মুখিয়ে আছি। যেহেতু আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাই আমরা নিয়মিত বিপিএলে যোগ দিতে পারছি না।’
আারও পড়ুন: বিপিএল ২০২৪: খুলনার বিপক্ষে অসাধারণ জয় বরিশালের
এছাড়া ছয় ম্যাচে ৮১ রান ও ৭ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ নবী। আজমতউল্লাহ ওমরজাই ছয় ম্যাচে দুটি উইকেটসহ মোট ১৪৭ রান সংগ্রহ করেন।
বিপিএলে ছয় ম্যাচ শেষে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর মঙ্গলবার ঢাকায় পুনরায় শুরু হচ্ছে বিপিএল।
আারও পড়ুন: বিপিএল ২০২৪: মিঠুনের দুর্দান্ত খেলায় প্রথম জয় পেল সিলেট
১০ মাস আগে