জমি নিয়ে সংঘর্ষে
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১৫
রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর এলাকায় বুধবার দুপুরে জমি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, দাশপুকুর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)। শফিকুল রাজশাহী নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে ৩ ফসলি জমি ভরাট, বিচারিক অনুসন্ধানের নির্দেশ
আহতদের মধ্যে রয়েছেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন (৫০), কামাল হোসেনের স্ত্রী সালমা বেগম (৪০), মুনসুর আলীর ছেলে সোহেল (৩২)। বিএনপি নেতা শফিকুলের ভাই সালাম (৪০) ও লুৎফর আলীর ছেলে সোহাগ (৩২)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দুপুরে বিবাদামান জমিতে বেড়া দিতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত
তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাতাব ও বিএনপি নেতা শফিকুল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের একজন করে মারা যান। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
৩ বছর আগে
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত
জেলার বাঘা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার কলিকগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাহাবুউদ্দিন (৫৫) উপজেলার মৃত সামাদ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, কলিগ্রাম এলাকার ছোট ভাই সাজদার রহমান (৫০) এবং তার বড় ভাই সাহাবুউদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এর জের ধরে শনিবার সকাল ১১ টার সময় উভয় পরিবারের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাই সাজদার রহমান এবং তার দুই মেয়ে ও স্ত্রী মিলে বড়ভাই সাহাবুউদ্দিনকে বেধড়ক মারপিট করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন সাহাবুউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফায়েত হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা
নিহত সাহাবুউদ্দিনের স্ত্রী সালামা বেগম জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামী সাহাবুদ্দিনকে মারপিট করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে তিনি বাঘা থানায় একটি হত্যা মামলার অভিযোগ জমা দিয়েছেন।
তবে নিহতের ছোট ভাই অভিযুক্ত সাজদার রহমান দাবি করেছেন, বড় ভাইয়ের দুই ছেলে তাকে মারপিট করে রক্তাক্ত করে। আর এ দৃশ্য দেখেই বড়ভাই স্টোক করে মারা যান।
বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
৩ বছর আগে
সিরাজগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আনসার সদস্য নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছে।
৪ বছর আগে