আনসার সদস্য নিহত
মানিকগঞ্জে ট্রাকচাপায় আনসার সদস্য নিহত
মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন।
রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডের পাশে ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিহত মো. এনামুল হক (৩৬) টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার অর্জুনা এলাকার হুমায়ন কবিরের ছেলে ও পেশায় আনস সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয় গেছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, এনামুল ঢাকা থেকে তার গ্রামের বাড়ি যাওয়ার পথে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডে কাছে ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এনামুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত
তিনি জানান, লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শিবালয় থানায় একটি মামলা হয়েছে।
৩ বছর আগে
সিরাজগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আনসার সদস্য নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছে।
৪ বছর আগে