নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক
বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে: নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২৬৪ জন বিজিপি ও সেনাসদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, 'সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে যতটা সম্ভব মানবিক উপায়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি।’
আরও পড়ুন: মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কথা বলেন নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক।
নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক জানান, সোমবার রাত পর্যন্ত ১১৫ জন ও মঙ্গলবার সকালে আরও ১১৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন। দুপুরে আরও ৩৫ জন যোগ হয়ে মোট ২৬৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন।
তিনি আরও বলেন, আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। এরমধ্যে ১৫ জন আহত ছিল। তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত ছিল, ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা: মিয়ানমারের রাষ্ট্রদূতকে যা বলল ঢাকা
১০ মাস আগে