যাত্রাপুর
বাগেরহাটের যাত্রাপুর বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে আগুনে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরো একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে বাগেরহাট ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
শাহাবুদ্দিন বলেন, বাজারের আতিয়ারের জুতার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: শরীয়তপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ৬ দোকান
নাটোরে পৌর মেয়রেরসহ পুড়েছে ১১টি গাড়ি
১০ মাস আগে