ভিসা কার্ড
মাস্টারকার্ড ও ভিসা কার্ড প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেপ্তার
মাস্টারকার্ড ও ভিসা কার্ড অ্যাকাউন্টের তথ্য নিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রবিউল মিয়া ও নজরুল ইসলামকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: জাবি ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট বৃহস্পতিবার দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন সেট ও ১০টি সক্রিয় সিম জব্দ করা হয়।
অধিকাংশ সিম ভুয়া পরিচয়ের নামে নিবন্ধিত। এসব ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৩ জানুয়ারি রমনা থানায় দায়ের করা মামলায় রবিউল ও নজরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি রিমান্ডে, গ্রেপ্তার আরও ১ আসামি
চট্টগ্রামের বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান লিয়াকত ঢাকায় গ্রেপ্তার
১০ মাস আগে