যৌতুকবিহীন বিয়ে
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: বয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিন শুরু, বিকালে যৌতুকবিহীন বিয়ে
লাখো মুসল্লির আল্লাহু আকবার ধ্বনি, জিকির আসকার ও তাবলীগের দেশি-বিদেশি মুরুব্বিদের বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
তাবলিগের লাখো মুসল্লির সঙ্গে অর্থ শতাধিক দেশের ৭ হাজারের বেশি মুসল্লি রয়েছেন ইজতেমা ময়দানে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদের ছেলে মাওলানা সাঈদ বিন সাদ। এই বয়ান বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম।
সকাল দশটার পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। জোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ। আসরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান। ওই বয়ানের পরেই অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।
আরও পড়ুন: তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
যৌতুকবিহীন ও নগদ দেনমোহর পরিশোধ পূর্বক গণবিয়ে অনুষ্ঠিত হবে ইজতেমার মূল বয়ান মঞ্চে।
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীরময় পরিবেশ।
আগামীকাল (রবিবার) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের এই পর্ব ও এবারের ইজতেমা শেষ হবে।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত বেড়ে ৩
১০ মাস আগে