হোতা
রাজধানীতে কিশোর গ্যাংয়ের হোতাসহ গ্রেপ্তার ৫
রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘ডায়মন্ড’ ও ‘দে ধাক্কা’ কিশোর গ্যাংয়ের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং দুই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
গ্রেপ্তাররা হলেন- জামালপুরের কিশোর গ্যাং চক্রের হোতা জুলফিকার আলী (৩৭), ময়মনসিংহের হারুন অর রশিদ (৩৮), ভোলার শামসুদ্দিন ব্যাপারী (৪৮), মুন্সিগঞ্জের কৃষ্ণ চন্দ্র দাস (২৮) ও ময়মনসিংহের সুরুজ মিয়া (৩০)।
সহকারী পুলিশ সুপার আজহার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ‘ডায়মন্ড’ ও ‘দে ধাক্কা’ নামে দুটি কিশোর গ্যাংয়ের হোতা জুলফিকারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুইটি ধারালো অস্ত্র ও সাতটি ছুরি জব্দ করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষ: গ্রেপ্তার ১৬, অস্ত্র-ককটেল জব্দ
আজহার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে- তারা দীর্ঘদিন ধরে মাদকসেবী বা কিশোরদের অর্থ প্রদানের প্রলোভন দেখিয়ে অস্ত্র ও মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
জুলফিকার গ্যাংয়ের কিশোর সদস্যরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
আরও পড়ুন: পাবনায় কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল স্কুলছাত্রের
১০ মাস আগে