আরপিজি
নাইক্ষ্যংছড়ি থেকে আরপিজি উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ধানখেত থেকে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, তুমব্রু পশ্চিমকুল বিজিবি ক্যাম্পের কাছে ধানখেতে কাজ করার সময় তারা আরপিজিটি দেখতে পান। পরে তারা প্রশাসনকে জানান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরপিজিটি হেফাজতে নেয়।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: বয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিন শুরু, বিকালে যৌতুকবিহীন বিয়ে
স্থানীয়দের সন্দেহ, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরপিজি ফেলে চলে যেতে পারে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ঘুমধুম সীমান্তে বাংলাদেশ অংশে একটি নির্মাণাধীন জায়গায় মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে বিস্ফোরিত হলে বাংলাদেশে দুইজন নিহত হন।
মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের মধ্যে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশে এপর্যন্ত তিন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দে আতঙ্ক টেকনাফে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ইয়াবা কারবারি’ নিহত
৯ মাস আগে