৪ রোহিঙ্গা
পাটগ্রাম সীমান্তে ৪ রোহিঙ্গা আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে চার রোহিঙ্গাকে ধরে নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন- আব্দুল্লাহ, তার স্ত্রী শরিফা বেগম, তাদের মেয়ে রিনুস বিবি ও আমেনা বেগম।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার বিকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তের করিডোর পোস্ট এলাকায় রোহিঙ্গারা ঘোরাফেরা করছিল।
আরও পড়ুন: জৈন্তাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক আটক
তাদের সন্দেহ হওয়ায় ৫১টি বিজিবির টহল দল তাদের আটক করে। পরে বিজিবি তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেছেন।
এর আগে সোমবার বিকালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করে আধা সামরিক বাহিনী।
ওসি ফেরদৌস ওয়াহিদ আরও জানান, পুলিশ হেফাজতে থাকা রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক
যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
৯ মাস আগে