প্রথম সফরে
প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রীকে কলকাতা মিশনের সংবর্ধনা
ভারতে দ্বিপক্ষীয় সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে সংবর্ধনা দিয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।
শুক্রবার(৯ ফেব্রুয়ারি) মিশন প্রাঙ্গণে পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতে আন্তর্জাতিক গণমাধ্যমে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ
অতিথিদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যকার সময়ের পরীক্ষিত বন্ধুত্বের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের প্রধানমন্ত্রী সহযোগিতা ও উন্নয়নের নতুন ক্ষেত্র খুঁজে বের করতে এই বন্ধুত্বকে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করছেন।
শুক্রবার রাতে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: সীমান্তে নিরাপত্তার অবনতি 'উদ্বেগজনক': এমএসএফ
১০ মাস আগে