এক্সক্লিউসিভ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৪
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এক্সক্লিউসিভ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৪’
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ‘এক্সক্লিউসিভ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের লেকশোর হাইটস এ মেলা অনুষ্ঠিত হয়।
এক্সপোটির আয়োজক ছিল অস্ট্রেলিয়ান এডুকেশন টেকনোলজি কোম্পানি স্টাডিনেট।
এক্সপোতে অ্যাডিলেড ইউনিভার্সিটি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, লা ট্রোব ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ইউনিভার্সিটি অব উলংগং, ফ্লিন্ডারস ইউনিভার্সিটি, সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইসিইউ, আপ এডুকেশন, নেভিটাসের মতো আরও বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও এডুকেশন প্রভাইডাররা এক্সপোতে যোগ দেন।
এ সময় শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কোর্স বাছাই, স্কলারশিপসহ তাদের প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পেরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে নর্দান ইউনিভার্সিটির উপউপাচার্য ড. নজরুল ইসলাম এবং স্কুল অব বিজনেস, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার কানতারা খান।
এছাড়াও স্টাডিনেটের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত) মেজর সিরাজুল আনোয়ার, সিনিয়র কান্ট্রি ম্যানেজার তানজিউল হক এবং সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মইনুল হাসান।
অতিথিরা বাংলাদেশের উন্নয়নে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
১০ মাস আগে