অভয়নগরে
যশোরের অভয়নগরে যুবলীগ নেতা খুন
যশোরের অভয়নগর উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার(১১ ফেব্রুয়ারি) রাতের এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
নিহত মুরাদ হোসেন অভয়নগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় মার্কেট থেকে বাড়ি ফেরার পথে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মুরাদকে আঘাত করে গুরুতর আহতাবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: লালমনিরহাটে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।
শনাক্তকরণের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আতিকুল।
আরও পড়ুন: গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুনের অভিযোগ
১০ মাস আগে