উদ্ধা
রাণীনগরে গাছে ঝুলছিল লাশ, উদ্ধার করল পুলিশ
নওগাঁর রাণীনগরে নয়ন পাল নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আতাইকুলা পালপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নয়ন পাল ওই এলাকার মৃত নিধুবন পালের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নয়ন পাল বেশ কিছুদিন থেকে বিভিন্ন মানসিক চাপে ভুগছিলেন। তিনি প্রতিদিনের মতো সকলের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর রাতের কোনো এক সময় তিনি বাইরে যান। সকালে এলাকাবাসী দেখতে পান নয়ন একটি গাছে ঝুলে আছেন নয়ন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
শোনা যাচ্ছে, নয়ন মানসিক রোগে ভুগছিলেন। তারপরও তার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা একটি ইউডি মামলা হয়েছে।
এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১০ মাস আগে