নান্নু
বিসিবিতে বড় পরিবর্তন: প্রধান নির্বাচকের পদ হারালেন নান্নু, এলেন লিপু
মিনহাজুল আবেদীন নান্নুকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বছরের প্রথম বোর্ড সভা শেষে এ ঘোষণা দেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান।
নাজমুল বলেন, ‘প্রধান নির্বাচক নিয়োগ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। শেষ পর্যন্ত আমরা গাজী আশরাফের ব্যাপারে একমত হয়েছি। আমরা একাধিক প্রার্থী বিবেচনা করলেও গাজী আশরাফ আমাদের সর্বসম্মতিক্রমে পছন্দ।’
আরও পড়ুন: সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হলেন শান্ত
বাংলাদেশের সাবেক ওপেনার হানান সরকার বয়সভিত্তিক ক্রিকেট নির্বাচনে নির্বাচক হিসেবে প্যানেলে যোগ দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ টেস্ট, ২০টি ওয়ানডে ও ৪ হাজারের বেশি রান করেছেন হান্নান। এই প্যানেলের আরেক সদস্য বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।তিনি গত বছরের প্যানেলেও ছিলেন।
গাজী আশরাফের নিয়োগ কিছুটা বিস্ময়কর, কারণ সাম্প্রতিক সময়ে এই পদের জন্য তিনি তেমন আলোচিত ছিলেন না। সাবেক ব্যাটার গাজী আশরাফ ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে বাংলাদেশ দলের প্রথম সাতটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের ক্রিকেটীয় বৃত্তে অত্যন্ত সম্মানিত তিনি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: সাকিবের পারফরম্যান্সে পঞ্চম জয় পেল রংপুর
২০১৬ সালের জুনে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে নির্বাচক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির অন্য পদের জন্য তাদের প্রস্তাব দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন নাজমুল।
নাজমুল বলেন, ‘মিনহাজুল ও তার প্যানেলের অবদানকে সাধুবাদ জানায় বোর্ড। তারা কৃতিত্বের সঙ্গে কাজ করেছে এবং আমরা তাদের দক্ষতা ধরে রাখতে চাই। আমরা যথাসময়ে তাদের উপযুক্ত পদে নিয়োগ দেব।’
আরও পড়ুন: বিপিএল ২০২৪: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স
১০ মাস আগে