টেঁটাবিদ্ধসহ আটজন আহত
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারভেজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের টেঁটাবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
আরও পড়ুন: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০
আহতরা হলেন- জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন, আক্তার হোসেন, জসীম উদ্দীন পক্ষের দেলোয়ার, জামান, কামাল, মহসিন।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন ও জসীম উদ্দীনের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শুক্রবার সোনারগাঁ রিজোর্ট সিটির মধ্য দিয়ে একটা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠি সোটা নিয়ে একে অপরের উপর হামলা শুরু করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ মারা যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের টানা তৃতীয় হার, আধিপত্য শ্রীলঙ্কার
ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত
৮ মাস আগে