শ্যালক
৩ কেজি চাল নিয়ে দ্বন্দ্ব, ভগ্নিপতি হাতে শ্যালক খুন!
কক্সবাজারের টেকনাফে তিন কেজি পাওনা চাল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক নিহতের অভিযোগ উঠেছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় টেকনাফ সাবারাং প্যান্ডেল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পর ভগ্নিপতি পালিয়ে যায়।
নিহত শাহ আলম শ্রমিক।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী জানান, ভগ্নিপতি জাফর আলমের কাছ থেকে ধার নেওয়া তিন কেজি চাল নিয়ে বিবাদে জড়ায় শাহ আলম।
ওসি আরও জানান, এক পর্যায়ে শাহ আলমকে ছুরিকাঘাত করেন জাফর। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে কক্সবাজার যাওয়ার পথেই তার মৃত্যু হয়। জাফর আলমকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কম দামে মাংস বিক্রির জেরে কসাইকে খুনের অভিযোগ
আপন ভাতিজার হাতে খুন হন বিউটিশিয়ান রিক্তা
১০ মাস আগে
বরিশালে স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে স্বামীর যৌতুক দাবির মামলা!
বরিশালে স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে নালিশী মামলা করেছে স্বামী। বৃহস্পতিবার (২৭ জুলাই) বরিশালের বিচারিক হাকিম আদালতে নালিশী মামলা করা হয়।
বিচারিক হাকিম রেঁনেসা খান অভিযোগ আমলে নিয়ে হিজলা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলার বাদী স্বামী আমিনুল ইসলাম (৩৩) বরিশালের কাজিরহাট থানার সোনাপুর গ্রামের বাসিন্দা মৃত আকুব্বর শেখের ছেলে।
বিবাদী হলো- হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল জলিলের কন্যা ও বাদীর স্ত্রী উম্মে সালমা (২৫), শ্যালক মুরাদ সরদার ও আশিক সরদার।
বিচারিক হাকিম আদালতের স্টেনো মো. আতিকুর রহমান মামলার বরাতে বলেন, তিন বছর আগে ইসলামী শরীয়া অনুযায়ী আমিনুল ইসলাম ও উম্মে সালমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর দুই শ্যালকের পরামর্শে স্ত্রী উম্মে সালমা যৌতুক হিসেবে ৫ লাখ টাকা ও ১০ শতাংশ জমি লিখে দেওয়ার দাবি করে। ওই দাবি পূরণ করতে অস্বীকৃতি জানায় আমিনুল।
আরও পড়ুন: বরিশালে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গত ১৩ মে উম্মে সালমা কাউকে কিছু না বলে দুই ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে চলে যায়। এ সময় সঙ্গে করে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়।
বেশ কয়েকবার স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে সে আসতে অপরাগতা প্রকাশ করে। যৌতুকের টাকা না দিলে সংসার করবে না। স্বামীকে তালাক দেওয়ার হুমকি দেয়।
বাদীর আইনজীবী আজিজুর রহমান খান রিয়াজ বলেন, বিবাদীরা যৌতুক হিসেবে নগদ অর্থ জমা রাখার ও ১০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়ার দাবি যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দণ্ডযোগ্য অপরাধ করেছে। তাই মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিচারক মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: বরিশালে ক্লাসরুমের পলেস্তারা খসে ২ কলেজছাত্রী আহত
বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
১ বছর আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে।
নিহত শাকিল (১৮) কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পার্কে জুস বিক্রি করতেন।
নিহত শাকিলের বড় ভাই শাহীন বলেন, ‘সকালে শুনেছি আমার ভাই শাকিল ও দুলাভাই বাবুর মধ্যে ঝগড়া হয়েছে।’
তিনি আরও বলেন, ঝগড়ার এক পর্যায়ে বাবু শাকিলের পিঠে লোহার রড দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: তাহিরপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
১ বছর আগে
ময়মনসিংহে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত
ময়মনসিংহের গৌরীপুরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস ছাত্তার (৬০) উপজেলার বিশকা ইউনিয়নের হাঁসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে এবং সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ের জামাই। তিনি স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।
অভিযুক্ত ব্যক্তির নাম আল আমিন (৩৫)। তিনি পেশায় একজন দর্জি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ছুরিকাঘাতে এসআই আহত
নিহতের পরিবার জানায়, ছাত্তার বিয়ের পর থেকেই স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে ঘরজামাই থাকতেন। এখানে থেকেই ছেলেমেয়েদের বিয়ে দিয়েছেন। বছর পাঁচেক আগে শ্যালক আল আমিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে বোন জামাই ছাত্তার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলেন। ইদানীং আল আমিন তার ভগ্নিপতির সঙ্গে কারণে ও অকারণে ঝগড়া করতেন। আব্দুস ছাত্তার মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ শ্যালক আল আমিন একটি কিরিচ নিয়ে এসে ভগ্নিপতির পেটে একের পর এক ঘা দিতে থাকেন। ছাত্তারের আত্মচিৎকারে লোকজন আসলে আলামিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানান ওসি।
আরও পড়ুন: দিনাজপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত, আহত ৩
১ বছর আগে
কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন
কুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে শ্যালকের হাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের আড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনার পর থেকে শ্যালক আলমগীর হোসেন পলাতক রয়েছে।
নিহত সিরাজ মোল্লা উক্ত এলাকার কাশেম মোল্লার ছেলে। ঘাতক আলমগীর হোসেন সর্ম্পকে আপন চাচাতো শ্যালক।
আরও পড়ুন: বাগেরহাটে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর খুন
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে চাচাতো শালা আলমগীর পাথর দিয়ে ঘুমন্ত সিরাজের মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী পারভিন খাতুন বলেন, কয়েক মাস আগে আমার স্বামী সিরাজ আলমগীরের স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন আলমগীর। টাকা ধার নেয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে আমার স্বামীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে।
আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে: বাবার দাবি
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী খুনের অভিযোগ
২ বছর আগে
শ্যালকের হাতুড়ির আঘাতে দুলাভাইয়ের মৃত্যু
শেরপুরে নালিতাবাড়ীতে শ্যালকের হাতুড়ির আঘাতে দুলাভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার হাতিপাগার এলাকায় গারোপল্লীতে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম আলবার্ট দিও (৪০)।
অভিযুক্ত শ্যালকের নাম উৎসব মারাক (২১)। পুলিশ তাকে আটক করেছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ইটভাটায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগে শ্যালক ও বোনজামাই উভয়েই মদ পান করে মাতাল অবস্থায় ছিলো। মাতাল অবস্থায় তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে এ খুনের ঘটনা ঘটেছে।
আরও জানা যায়, রবিবার রাতে আলবার্ট দিও তার অন্য সঙ্গীদের সঙ্গে মিলে চোলাই মদ পান করে বাড়ি ফিরছিলেন। এসময় আলবার্ট দিও শ্যালক উৎসব মারাকের বাড়িতে গেলে উভয়ের মধ্যে কোন একটি বিষয় নিয়ে তর্ক বাঁধে। তর্কের একপর্যায়ে উৎসব মারাক ঘরে থাকা পাথর ভাঙ্গার হাতুড়ি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন এবং জ্ঞান হারান। দ্রুত স্বজনেরা রক্তাক্ত আলবার্টকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার পরপরই অভিযুক্ত শ্যালক উৎসব মারাক নিজেই পুলিশের হাতে আত্মসমর্পণ করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আলবার্ট দিও হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উৎসব মারাককে আটক করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফেনীতে গয়নার দোকানে ডাকাতি: আহত মালিকের মৃত্যু
২ বছর আগে
খুলনায় শ্যালক ও শ্বশুরের মারধরে যুবকের মৃত্যু!
খুলনা মহানগরীতে শ্যালক ও শ্বশুরের মারধরে মো. সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তা গলির একটি বাড়িতে শনিবার (২৯ জানুয়ারি) বিকালে এ মারধরের ঘটনা ঘটে। ওই বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সবুজ।
জানা গেছে, শনিবার দুপুরে স্ত্রীর সঙ্গে সবুজের ঝগড়া হয়। পরে তার শ্বশুর সিদ্দিক ও শ্যালক সাগর এসে তাকে বেধড়ক মারধর করেন। মারধরের সময় তারা সবুজের মাথায় ও বুকে ইট এবং ছুরি দিয়ে আঘাত করেন। এতে সবুজের গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত রাতেমৃত্যু হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, সবুজ শ্যালক-শ্বশুরের মারধরের আঘাতে মারা গেছেন কি না তা নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে আমাদের একটি দল মাঠে কাজ করছে। সবুজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি।
আরও পড়ুন: ফতুল্লায় পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মাথা আলাদা করা হয় মুসলিমার!
২ বছর আগে
রাজধানীতে শ্যালকের গুলিতে ভগ্নিপতি নিহত
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় অশ্রু নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার ভগ্নিপতিকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত ফারুক মোল্লা (৪৮) দারুস সালাম থানার অন্তর্গত কোটবাড়ি এলাকার বাসিন্দা।
শনিবার মিরপুর অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার এএসএম মাহতাব উদ্দিন জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফারুকের শ্যালক অশ্রু তার বাবার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে তার ভগ্নিপতিকে গুলি করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী পারিবারিক কলহের জের ধরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
পরিবারের লোকজন আহত ফারুককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অশ্রু পালিয়ে যান বলে মাহতাব উদ্দিন জানান।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে তাঁতী লীগের সাবেক নেতা খুন
নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে সহোদর ‘খুন’
নির্বাচনী খিচুড়ি নিয়ে স্ত্রীর বড় ভাইয়ের হাতে ভগ্নিপতি খুন
৩ বছর আগে
শ্যালকের সাথে দ্বন্দ্বে ‘কিশোর গ্যাংয়ের হাতে’ দুলাভাই খুন
ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা এলাকায় শ্যালকের সঙ্গে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ধাঁরালো অস্ত্রের আঘাতে দুলাভাই খুন হয়েছেন।
মডেল থানার জিনজিরা এলাকার কালাচাঁন মার্কেটের সামনে সোমবার রাত পৌনে ১২ টায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত ইয়াসিন (৪০) শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৌলভীকান্দি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। কেরানীগঞ্জের মডেল থানাধীন নজরগঞ্জ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মঙ্গলবার সকাল ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াসিনের সঙ্গে তার শ্যালক সোহাগের দ্বন্দ্ব ছিল। এ জেরে সোহাগ তার কিশোর গ্যাং নিয়ে রাতে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের উভয়ের নামেই থানায় একাধিক মামলা রয়েছে।
নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধনি বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে কিশোর গ্যাং গাজী গ্রুপের ৪ সদস্য আটক
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেপ্তার
৩ বছর আগে
জামাতা হত্যা: শ্বশুরের ফাঁসি; স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার দায়ে শ্বশুরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
৪ বছর আগে