ইউ তিরোত সিং
ঢাকায় ইউ তিরোত সিংয়ের ভাস্কর্য উন্মোচন করেছেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার
মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী স্নিয়াওভালং ধর ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা যৌথভাবে প্রায় ২০০ বছর আগে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করা খাসি পাহাড়ের বীর মুক্তিযোদ্ধা ইউ তিরোত সিংয়ের ভাস্কর্য উন্মোচন করেছেন।
ব্রিটিশদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করা ইউ তিরোত সিংকে বন্দী করে ঢাকায় নির্বাসন দেওয়া হয়, যেখানে তিনি ১৮৩৫ সালের ১৭ জুলাই বন্দী অবস্থায় মারা যান।
আরও পড়ুন: ঢাকা-দিল্লী সম্পর্ক আরও বেগবান হবে: ভারতীয় হাইকমিশনার
১৬ ফেব্রুয়ারি ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করে হাইকমিশনার ভারত ও বাংলাদেশের অভিন্ন স্বাধীনতা সংগ্রামে অভিন্ন উত্তরাধিকার হিসেবে ইউ তিরোত সিংয়ের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ঢাকায় ইউ তিরতে সিংয়ের ভাস্কর্য আগামী প্রজন্মের জন্য তার উত্তরসূরিকে সম্মান জানাবে এবং কেবল অভিন্ন ইতিহাসই নয়, বরং একটি উন্নত ভবিষ্যতের জন্য সম্মিলিত সন্ধানের অনুপ্রেরণা ও আইকন হিসেবে থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশের অংশগ্রহণ জি-২০ আলোচনা সমৃদ্ধ করবে: ভারতীয় হাইকমিশনার
১০ মাস আগে