বিজয়ী সনি
ফটিকছড়ি আসনে বিজয়ী সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সনির সদস্য পদ বাতিল চেয়ে আদালতে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিট আবেদনে ওই আসনে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এ রিট করেছেন।
সৈয়দ সাইফুদ্দীন আহমেদের পক্ষের আইনজীবী শাহ আলম অভি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সংরক্ষিত আসনের প্রার্থীর নাম ঘোষণা করল আওয়ামী লীগ
তিনি জানান, নির্বাচনি হলফনামায় খেলাপি ঋণসংক্রান্ত অর্থঋণ আদালতের মামলাসহ আটটি ব্যাংক ঋণের তথ্য গোপন করে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার ৃসনি।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। একতারা প্রতীকে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী পেয়েছেন ৩ হাজার ১৩৮ ভোট।
আরও পড়ুন: স্থগিত নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ চলছে
৯ মাস আগে