ট্রাক্টর উল্টে চালক নিহত
পাটগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত
লালমনিরহাটের পাটগ্রামে জমি চাষ শেষে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পানবাড়ি ইউনিয়নের পাবনাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ নাজু (২৩) উপজেলার লক্ষ্যনাথের কামাত এলাকার হামিদুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাবনাপাড়া এলাকায় জমি চাষ করতে যান আবুল কালাম আজাদ। চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে উল্টে নিচে পড়ে যায় তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
১০ মাস আগে