ঝিলপাড়
মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন
ঢাকার মিরপুর-১২ এর ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে। সোমবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে এই অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১২টা ৫৭ মিনিটে বস্তির একটি ঝুপড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে চারটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
আগুন লাগার কারণ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি এবং দুপুর দেড়টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে ফোম কারখানায় আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি
আন্দোলন জমাতে আগুন লাগাতে পারে বিএনপি: আইনমন্ত্রী
১০ মাস আগে