নোম্যান্সল্যান্ড
নোম্যান্সল্যান্ডে যৌথভাবে বাংলাদেশ-ভারতের ২১ ফেব্রুয়ারি উদযাপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে যশোরের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে কাঠ, বাঁশের তৈরি অস্থায়ী শহীদ মিনারের প্রস্তুতির কাজ শুরু করেছেন শ্রমিকেরা।
আরও পড়ুন: শাবিপ্রবির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অন্য সময় উৎসবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রক্তদান, বই মেলাসহ নানা কর্মসূচিতে মিলন মেলা অনুষ্ঠিত হলেও এবার তা স্বল্প পরিসরে উদযাপন করা হবে।
উপজেলা শার্শার আওয়ামী লীগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন নোম্যান্সল্যান্ডে শহীদ মিনারে ফুল দেবেন।
অন্যদিকে ভারতের পক্ষে শ্রদ্ধা জানাবেন ভারতের উত্তর ২৪ পরগনার বিধায়ক (এম এল এ) শ্রী নারায়ণ গোস্বামীর নেতৃত্বে ২০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব।
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এ উপলক্ষে দুই সীমান্তে বিভিন্ন সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান, এবারের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে অল্প সময়ের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হবে। বিশেষ এ দিনে স্বপ্ল পরিসরে দুই বাংলার মানুষ এক সঙ্গে মিলিত হতে পারে। এ সময় আনন্দে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন দুই বাংলার ভাষাপ্রেমী মানুষ।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের সেরা গন্তব্য: ঢাকার কাছেই ১০ রিসোর্ট
৯ মাস আগে