দায়িত্বরত শিক্ষক
গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র দায়িত্বরত শিক্ষককে কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক সৈকত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলায় এ কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালে সৈকত হোসেন ডিউটি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি তার মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি তার ফোনটি জব্দ করেন।
পরে তার ফোনের ভেতরে প্রশ্নপত্রের উত্তর দেখতে পান। ঘটনাস্থলে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন- পুলিশ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, তার ফোনে ছবি ও উত্তরপত্র পাওয়া যায়। এর দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নাটোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১০ মাস আগে