নারী বিভাগ
বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সাবেক সদস্য হাবিবুল বাশারকে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচক প্যানেল থেকে সম্প্রতি তার প্রস্থানের পর এই নতুন দায়িত্বটি পেলেন বাশার। তবে তার পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বাশারকে নতুন পদে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: রিদম গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বাশারকে স্বাগত জানান বিসিবি পরিচালক ও নারী বিভাগীয় কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নির্বাচক প্যানেল থেকে বাশার বাদ পড়ার পাশাপাশি মিনহাজুল আবেদীন নান্নুকে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেন গাজী আশরাফ হোসেন লিপু।
নির্বাচক প্যানেলে নতুন সদস্য হিসেবে গাজীর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক ব্যাটার হান্নান সরকার।
আরও পড়ুন: বিপিএল: অনুশীলনে মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজ
১০ মাস আগে