মোটরসাইকেল নিয়ন্ত্রণ
সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রানীরহাট-জামতৈল আঞ্চলিক সড়কের বগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রবি (২০) ওই উপজেলার হাড়িসোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও শেরপুর সামিট কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রবিউল ইসলাম তার বন্ধু নীরবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিংড়ায় যাচ্ছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানীরহাট-জামতৈল আঞ্চলিক সড়কের তাড়াশ উপজেলার বগা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম মারা যান ও তার বন্ধু নীরব আহত হন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় নীরবকে উদ্ধার করে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হলেও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু
১০ মাস আগে