মাহবুব
চট্টগ্রামে দোকান কর্মচারীর হাতে আরেক কর্মচারী খুনের অভিযোগ
চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে শাহ্ আলম নামে এক দোকান কর্মচারীকে খুনের অভিযোগ উঠেছে মাহবুব নামে আরেক দোকান কর্মচারীর বিরুদ্ধে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালী উপজেলায় মিয়ারবাজার এলাকার একটি বেকারিতে এ ঘটনা ঘটেছে।
নিহত শাহ্ আলম সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া এলাকার মাইজপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক
স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের দোয়া ফুড প্রোডাক্ট নামে একটি বেকারিতে কাজ করেন শাহ্ আলম ও মাহবুবুল আলম। মাহবুব ও শাহ্ আলমের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাহবুব লোকজন নিয়ে শাহ্ আলমের উপর হামলা চালান। এসময় গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন শাহ্ আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, তুচ্ছ ঘটনায় একজন খুন হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত দোকান কর্মচারী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুনের অভিযোগ
উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
৯ মাস আগে