স্পর্শের গল্প
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি স্পর্শের গল্প।
জীবনের প্রয়োজনে দূরে যাওয়া আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। পরস্পর থেকে হাজারও মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার কষ্টের গল্প।
গত ২২ ফেব্রুয়ারি থেকে চরকিতে চলছে মিনিস্ট্রি অব লাভ-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।
দুই ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় আরও অভিনয় করেছেন- সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরও অনেকে।
আরও পড়ুন: ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
মুক্তির দুই দিনেই সামাজিক মাধ্যমগুলোতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে। এ ব্যাপারে পরিচালক শিহাব শাহীন বেশ উচ্ছ্বসিত।
গণমাধ্যমে পরিচালক বলেন, ‘ভালোবাসার গল্পে লং ডিস্ট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের এখান খুব কম কাজ হয়েছে। তাই ভালোবাসার এই দিকটা নিয়েই কাজ করেছি।’
তাসনিয়া ফারিণ অভিনয়ে এখন নিয়মিত মুখ। ‘কাছের মানুষ দূরে থুইয়া’-সিনেমার গল্প যেনো তার জীবনের সঙ্গে একদম মিলে যায়। দীর্ঘদিন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকার পর কিছুদিন আগেই বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে। কাজটি করতে গিয়ে বেশ ইমোশনালও হয়েছেন ফারিণ।
সিনেমাটি নিয়ে ফারিণ বলেন, ‘কাছে মানুষ আমার খুব ভালোবাসার একটা কাজ। শিহাব ভাইয়ের সঙ্গে কাজ করাটা সব সময় ব্লেসিং-এর। দর্শক এখন সিনেমাটা দেখে পছন্দ করলে তবেই আমাদের সার্থকতা।’
প্রীতম হাসান গায়ক থেকে নায়ক হয়েছেন এই সিনেমায়।
অভিনয় নিয়ে তার পরিকল্পনা কী বা অভিনয়ে নিয়মিত হবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনয়ে নিয়মিত হব কি না এটা ভাবার চেয়ে ভালো কাজ করার ভাবনা বেশি। অভিনয় তো খুব কম করা হয়। কম কাজই বেশি সময় নিয়ে করতে চাই। কাছের মানুষ দূরে থুইয়া আমার জন্য অন্যরকম ভালোবাসার কাজ। সিনেমাটা দেখে দর্শক আমাকে পছন্দ করছে, আমাদের কাজটা দেখছে এটাই প্রাপ্তি।’
সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই ও সঙ্গে ছিলেন- জাহান সুলতানা।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
৯ মাস আগে