এমভি ইশরা মাহমুদ
কার্গো জাহাজের তলাফেটে পানি প্রবেশ, কয়লা অপসারণ শুরু
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এম ভি ইশরা মাহমুদ’ নামে একটি কার্গো জাহাজের তলাফেটে পানি প্রবেশ করতে শুরু করেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় নোঙর করা অবস্থায় এমভি ইশরা মাহমুদ নামে ওই কার্গোটির তলাফেটে এই দুর্ঘটনা ঘটে।
এসময় জাহাজের ১১ নাবিক সাঁতরে কূলে উঠে যান।
এদিকে কার্গো থেকে কয়লা বার্জে খালাস করা হচ্ছে। তবে বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। মোংলা বন্দরের মুরিং বয়া থেকে ৯৫০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে ওই কার্গো যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল।
আরও পড়ুন: পদ্মায় পানি প্রবেশ অব্যাহত, লালপুরে স্থিতিশীল
এম ভি ইশরা মাহমুদের মাস্টার কাজী কামরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন তারা। শনিবার কার্গোটির তলাফেটে ভেতরে পানি প্রবেশ করতে থাকে।
তিনি আরও জানান, কার্গোতে থাকা ১১ জন নাবিক দ্রত তীরে উঠতে সক্ষম হন। এছাড়া কার্গো থেকে কয়লা বার্জে অপসারণ করা হচ্ছে। কার্গোটি সম্পূর্ণ ডুবে যায়নি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, এমভি ইশারা মাহমুদ নামে কয়লাবোঝাই কার্গোটির তলাফেটে ভেতরে পানি প্রবেশ করে। তবে কার্গোটি ডুবে যায়নি।
তিনি জানান, কার্গোটি পশুর নদীর চরে নোঙর করা রয়েছে। মালিক পক্ষ কার্গো থেকে কয়লা অন্য নৌযানে খালাস করছে। বন্দর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে। পশুর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: যমুনার পানি প্রবেশ: হারানো যৌবন ফিরে পেল কাটাখালি
সিরাজগঞ্জের যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল বন্যাকবলিত
৯ মাস আগে