বাকিলা ইউনিয়ন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন স্থানীয় লোধপাড়া গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। তিনি এলাকার একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন।
আরও পড়ুন: গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানায়, উপজেলার রাজারগাঁও ইউনিয়নে ওয়াজ মাহফিলে যুবকদের মধ্যে কথা কাটাকাটির জেরে ইমনকে একদল যুবক ব্যাপক মারধর করে চলে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ইউএনবিকে জানান, ইমন ও তার সহপাঠী সৈকতের সঙ্গে অন্য যুবকদের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে সাকচিপাড়া, নওহাটা ও রাজারগাঁও গ্রামের কিছু বিক্ষুব্ধ লোকজন বাজার এসে ইমনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ ইউএনবিকে জানান, সন্ধ্যায় জনতা বাজারে মারামারির ঘটনায় ওই যুবক নিহত হয়েছে। এই মুহুর্তে প্রকৃত ঘটনা বলতে পারছি না। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। লাশটি এখনো চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে আছে।
আরও পড়ুন: ধূমপান নিয়ে প্রতিবাদ করায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
৯ মাস আগে