মার্কিন উপসহকারী
মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিনের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মন্ত্রী আফরিন আখতার ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
শনিবার বিকেল ৩টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে: জেল থেকে বেরিয়ে ফখরুল
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ, স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সকালে ঢাকায় পৌঁছেছে।
সেখানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
সাড়ে তিন মাস কারাগারে বন্দি থেকে মুক্তি পাওয়ার পর বিদেশিদের সঙ্গে এটাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও আমীর খসরুর প্রথম বৈঠক।
আরও পড়ুন: সোমবার রাতে খালেদার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফখরুল
ফখরুলের স্বাস্থ্যের অবনতিতে বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের
৯ মাস আগে