খতনা
হবিগঞ্জে খতনা করতে গিয়ে শিশুর আশঙ্কাজনক অবস্থা
হবিগঞ্জে খতনা করার সময় অতিরিক্ত মাংস কেটে ফেলায় অধিক রক্তক্ষরণে এক শিশুর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।
বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
শিশুটির স্বজনরা জানান, বুধবার ১২ বছর বয়সী ছেলে তোফায়েল আহমদ তামিমকে খতনা করাতে কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে যান নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার উত্তর ফরিদপুর গ্রামের আব্দুস শহিদের স্ত্রী রোকসানা পারভীন। ক্লিনিকের চিকিৎসক জাহিরুল ইসলাম জয় খতনা করার সময় জননাঙ্গের অতিরিক্ত মাংস কেটে ফেলেন বলে অভিযোগ করেন তারা। এরপর থেকে রক্তক্ষরণ শুরু হয়। কয়েক দফা চেষ্টার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ তামিমকে সিলেটে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করে।
আরও পড়ুন: খতনা করতে গিয়ে দুই শিশুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার বিকেলে শিশু তামিমের মা রোকসানা পারভীন সাংবাদিকদের জানান, কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে কয়েক দফায় চেষ্টার পরও অবস্থা বেগতিক দেখে আমাদের সিলেটে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। এখানে ভর্তির পর আরও এক ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। এখন রক্তক্ষরণ কিছুটা বন্ধ হলেও শিশুর অবস্থা ভালো নেই।
নবীগঞ্জ থানার ওসি গোলাম মোর্শেদ সরকার জানান, তামিমের পরিবারের পক্ষে একটি অভিযোগ পেয়েছি। এসআই গৌতম ওই ক্লিনিকে গিয়ে তালাবদ্ধ পেয়েছেন। বর্তমানে তামিম কিছুটা সুস্থ বলে জানতে পেরেছি।
আরও পড়ুন: খতনার সময় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেপ্তার
৮ মাস আগে
খতনা করতে গিয়ে দুই শিশুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রী
অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করাতে গিয়ে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় না দিতে (জিরো টলারেন্স) স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য খাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে আয়োজিত আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে সামন্ত লাল সেন বলেন, “গতকাল আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘এ ব্যাপারে তুমি জিরো টলারেন্স। কোনো রকম অনিয়ম, কোনোরকম গাফিলতির জন্য যদি কোনো বাচ্চা মারা যায়, তুমি তোমার মতো ব্যবস্থা নেবে।’ এরকম কড়া নির্দেশ উনি আমাকে দিয়েছেন।”
বৈঠকের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কয়েকটি ঘটনা ঘটেছে, সেটার পর্যালোচনা করে আমরা সবাই আলাপ-আলোচনা করলাম, কীভাবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যায়। ইতোমধ্যেই আপনারা জানেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, কীভাবে ক্লিনিক পরিচালনা করবে কী কী শর্ত থাকা লাগবে।’
আরও পড়ুন: ইসরায়েল-হামাস যুদ্ধে ২৯ হাজার ফিলিস্তিনি নিহত: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
তিনি বলেন, ‘এটি (স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা) গত বৃহস্পতিবার আমরা দিয়েছিলাম, আজ রবিবার। আমরা তিন চার দিন সময় দিয়েছিলাম দেখি কী করে। আমি স্পষ্টভাবে বলতে চাই এটি আমি নিজে মনিটরিং করব।’
মন্ত্রী বলেন, ‘আমার চিকিৎসক ভাই-বোনদের বলতে চাই আমরা যেখানে অপারেশন করব...., অপারেশন করার আগে আমাদের দেখতে হবে সেখানে সাপোর্টিং জিনিস আছে কিনা। সেটা অপারেশন করার জায়গা নাকি জায়গা নয়।’
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অনেক অপারেশন করেছি সুতরাং আমি জানি কোথায় কী কী লাগে, কী ক্রাইটেরিয়া লাগে অপারেশন করার জন্য। সেগুলো না থাকলে কোনো অবস্থাতেই এটা করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ) হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত। ইতোমধ্যে আমি বিএমডিসির সঙ্গে কথা বলেছি, এই তিনটি (অ্যানেসথেসিয়া দিয়ে খতনা ও এন্ডোসকপি করাতে গিয়ে মারা যাওয়ার ঘটনা) বিষয় ইনভেস্টিগেশন করার জন্য এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কথা চিকিৎসকদের সুরক্ষা দেবে, রোগীদেরও সুরক্ষা দেব।’
স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া ১০ দফা নির্দেশনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘আমি আশা করি আগামী দুই একদিনের মধ্যে..., আমি নিজে এটা মনিটরিং করব।’
তিনি বলেন, ‘আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি আমি এ ব্যাপারে জিরো টলারেন্স। আমি এ ব্যাপারে কোনো ছাড় দেব না, যার যেখানে যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী কাজ করবে, এর বাইরে কাজ করতে পারবে না। এটা পরিষ্কার।’
অবৈধ ক্লিনিক এর বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান। অতীতে কী হয়েছে সেটা... আমি তো বলছি এটা আমি চলমান রাখব।’
তিনি বলেন, ‘আমি সেদিন ময়মনসিংহ গিয়েছিলাম, আসার সময় ডানে-বামে কত ক্লিনিক। এটাতো আমার একার পক্ষে সম্ভব না, এটার জন্য সবার আপনাদের ভূমিকা লাগবে, স্থানীয় সংসদ সদস্যদের ভূমিকা লাগবে। সামগ্রিকভাবে যদি এটার বিরুদ্ধে অভিযান চালানো যায় এটা সম্ভব।’
আরও পড়ুন: স্বাস্থ্যসেবা গ্রহণের সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
৮ মাস আগে