শিশুসহ মা
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন শিশুসহ মা
ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় একটি ছেলে শিশুকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক মায়ের আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছরের মধ্যে। শিশুটির বয়স অনুমানিক তিন থেকে সাড়ে তিন বছর।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জামালপুর থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন নগরীর কলেজ রোড রেলক্রসিংহ এলাকায় পৌঁছালে এক নারী শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে- কালো বোরকা পরা একজন নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। বিপরীত দিক থেকে একটি ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী তার কোলে থাকা শিশু নিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে শুয়ে পড়েন। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরো জানায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করেছে। পিবিআই ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত
৯ মাস আগে