সদরঘাট টার্মিনাল
বুড়িগঙ্গায় নৌকাডুবি: আরও একজনের লাশ উদ্ধার
ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মাঝে পড়ে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় সাদেক মিয়া নামে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড়ভাই শফিক মিয়া তার লাশ শনাক্ত করেছেন। এনিয়ে পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নৌকাডুবির ঘটনার পর থেকে গার্মেন্টস ব্যবসায়ী সেলিম শিকদার ও আতাউর রহমান নিখোঁজ ছিলেন। ঠিক দুইদিন পর শনিবার তাদের লাশ ভেসে উঠার পর রবিবার বিকালে আগানগর এলাকা থেকে সাদেক মিয়ার লাশটি বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে।
আরও পড়ুন: নড়াইলে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৪
ঢাকার সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবাহান জানান, বৃহস্পতিবার রাতে সদরঘাট এলাকা থেকে একটি নৌকায় চড়ে পাঁচ যাত্রীহ কেরানীগঞ্জ যাওয়ার পথে এমভি এমআর খান ও এমভি কুয়াকাটা-১ লঞ্চের মাঝে চাপা পড়ে নৌকা ডুবে যায়।
এ সময় মাঝিসহ তিন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হয়। তবে সেলিম ও আতাউরসহ সাদেক মিয়া নিখোঁজ থাকে। সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরিরা বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনভর অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি।
শনিবার প্রথমে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রহমান ডকইয়ার্ডে সামনে সেলিমের লাশ ভেসে ওঠে। পরে বিকালে একই থানার মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীতে আতাউরের লাশটিও ভেসে ওঠে। এরপর পর রবিবার বিকালে আগানগর এলাকা থেকে সাদেক মিয়ার লাশটি বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে। নৌ পুলিশ তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির পরিচয় প্রকাশ
কিশোরগঞ্জে নৌকাডুবিতে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুলের
৯ মাস আগে