নরসিংদী রায়পুরা
তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর গায়ে আগুন দিয়ে নিজেও পুড়ে মরল যুবক
নরসিংদী রায়পুরায় তালাক দেওয়ার কারণে প্রাক্তন স্ত্রী লতা আক্তারের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে দুজনেই দগ্ধ হন। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্বামী খলিলুর রহমান হাসপাতালে মারা যান।
এ ঘটনায় লতা আক্তারকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ব্রাহ্মণের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
লতা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার মফিজুর রহমানের মেয়ে। তিনি একজন চিকিৎসক।
আরও পড়ুন: চাঁদপুরে ঘুমন্ত মা-মেয়ের উপর এসিড নিক্ষেপ, আটক ১
লতার সাবেক স্বামী খলিলুর রহমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী বেপারীর ছেলে। তিনি একজন গাড়িচালক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে নিজের পছন্দে খলিলুর রহমানকে বিয়ে করেন লতা। বিয়ের বেশ কিছুদিন পর লতা জানতে পারেন খলিলুর রহমান একজন গাড়িচালক। বিষয়টি লতা স্বাভাবিকভাবে নিতে পারেননি। মিথ্যা পরিচয়ে প্রতারণা করে বিয়ে করার অভিযোগে দুই মাস আগে তার স্বামীকে তালাক দেন তিনি।
এ ঘটনায় স্বামী খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরের দিকে লতার বাড়িতে আসেন। পরে লতার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। এসময় দুইজনেই গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে এলাকাবাসী লতাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
এদিকে স্থানীয়রা খলিলুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
নরসিংদী জেলা হাসপাতালের ডা. এএনএম মিজানুর রহমান জানান, লতা আক্তার নামে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলেও তার শরীরের অধিকাংশই পুড়ে গেছে। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জাল কাগজপত্র তৈরি চক্রের ২৩ সদস্য গ্রেপ্তার
লতার খালু ফরহাদ হোসেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলামের বরাত দিয়ে জানান, লতার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ দুপুরে খলিলুরের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বাসচাপায় ভিক্ষুক নিহত
৯ মাস আগে