নাটোর বাগাতিপাড়া
স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করার অভিযোগ, স্বামী আটক
নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী মছের সরকারকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পপি খাতুন বলেন, ‘পৈতৃক সূত্রে পাওয়া জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে চাপ দিচ্ছিলেন আমার স্বামী। এ নিয়ে সোমবার দুপুরে কথা কাটাকাটি হলে মছের আমার হাত-পা বেঁধে নির্যাতন করার পর ব্লেড দিয়ে আমার মাথা ন্যাড়া করে দেন।’
খবর পেয়ে পপির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পরিবার।
বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা হয়েছে। মামলা নথিভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: বিয়ের ৪ দিনের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ
৯ মাস আগে