১৫ দফা
মসিক নির্বাচন: মেয়র প্রার্থী টজুর ১৫ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা
আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ১৫ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন হাতি প্রতীকের মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান টজু।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
তিনি বিজয়ী হলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন সাদেকুল।
এ ছাড়া নগরীর বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স সামঞ্জস্যপূর্ণ এবং দুর্ভোগ লাঘব করা, নগরীকে যানজট ও বায়ূ দূষণমুক্ত করা, নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ওভার ব্রিজ ও ফ্লাইওভার নির্মাণ করা, জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ সিস্টেম আধুনিক, প্রশস্ত ও উন্নত করা এবং ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করে এর নাব্য ফিরিয়ে আনা, ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি ।
আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বললেন গণপূর্তমন্ত্রী
শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে এর সুনাম বৃদ্ধি করাসহ ময়মনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
আন্তঃজেলা বাস টার্মিনালটি নির্মিতব্য স্টিল আর্চওয়ে ব্রিজকে বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা,
পরিকল্পিতভাবে পার্ক, পাবলিক টয়লেট ইত্যাদি নির্মাণ করা বরে বলেও জানানেএ প্রার্থী।
এ ছাড় খেলাধুলা, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করে যুব সমাজকে মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে আরও বলা হয়, শশীলজ, জয়নুল যাদুঘরসহ অন্যান্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত ও সমৃদ্ধ করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে নগরীর প্রধান প্রধান সড়ক পরিষ্কার ও জঞ্জাল মুক্ত করা এবং আনন্দ মোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরীত করতে উদ্যোগ নেওয়ার কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদেকুল হক খান বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রধান দায়িত্ব পালন করেছি। আশা করি আমার নির্বাচনে নৌকার এমপি মোহিত উর রহমান শান্ত’র সমর্থন আছে।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ খান, সদস্য বদর উদ্দিন আহাম্মদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান আল হোসাইন তাজ ও সদস্য আল নুর রাজিব, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কৃষিবিদ সামছুন নাহার শারমীনসহ আরও অনেকে ছিলেন।
আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: নির্বাচনে না আসায় বিএনপিকে খেসারত দিতে হবে: কাদের
গত মাসের নির্বাচন নিয়ে বিশ্বের কোনো নেতা প্রশ্ন তোলেননি: প্রধানমন্ত্রী
৮ মাস আগে