শততম
কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
কণ্ঠশিল্পী কাজী শুভর ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
এরমধ্যে তার কণ্ঠে একটি গান ব্যাপ জনপ্রিয়তা পায়। আর সেই গানটির গীতিকার আরিফ হোসেন বাবু। তার প্রথম লেখা ও সুরে প্রথম গানটি উঠে শুভর কণ্ঠে।
২০২১ সালে শুরু হওয়া আরিফ হোসেন বাবুর ক্যারিয়ারের শততম গান রিলিজ হতে যাচ্ছে ১ মার্চ। আর এই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
‘ও আমার প্রিয়া রে’ শিরোনামের রোমান্টিক গানটি এরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ। ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শুভ মেহেরাজ ও ঐশি।
গানটি ও আরিফের শততম গান গাওয়া প্রসঙ্গে ইউএনবিকে কাজী শুভ বলেন, ‘খুব ভালো লাগছে যে আরিফের শততম গান রিলিজ হচ্ছে। তার ক্যারিয়ারের প্রথম গানটি আমি গেয়েছে। এরসঙ্গে যোগ হলো তার শততম গান। বেশ ভালো লাগছে যে তিনি অল্প সময়েই নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারছেন। সামনে আমাদের আরও বেশ কিছু ভালো গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’
উল্লেখ্য, কাজী শুভ ও আরিফ হোসেন বাবু জুটির বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে এর মধ্যে বরিশাল, কন্যারে আমার বেশ জনপ্রিয়তা পায়।
আরও পড়ুন: ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
৯ মাস আগে