ঘরের দরজা
সিলেটে ঘরের দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার
সিলেট নগরীর শাহজালাল উপশহর আবাসিক এলাকার তালাবদ্ধ একটি বাসার দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত (২৮ ফেব্রুয়ারি) ৪টার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহর আবাসিক এলাকার ই-ব্লকের ৭ নম্বর রোডে অবস্থিত বাসাটি থেকে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত
নিহত সুমাইয়া জান্নাত সুমি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া কিছুদিন আগে ওই বাসা ভাড়া নেন এবং ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিককে জানান তার স্বামী ফ্রান্স প্রবাসী। বাসায় তিনি বেশিরভাগ সময় একাই থাকতেন। মাঝে মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন।
কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ওই ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বুধবার দিবাগত রাত ৪টার দিকে দরজা ভেঙে গলিত অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, লাশটি পচে-গলে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। ময়নাতদন্ত শেষে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য জানতে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন: হাসপাতালে লিফট দুর্ঘটনা: টেকনিশিয়ানের মৃত্যু
৯ মাস আগে