শংকরপুর
যশোরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা
যশোরের শংকরপুরে ডেকে নিয়ে আকাশ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) শংকরপুর বটতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আকাশ ওই এলাকার তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহতের পরিবারের অভিযোগ- ঘটনার সঙ্গে সাব্বির ও তানভীর জড়িত। তাদের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, নিহতের গলায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান চলছে।
আরও পড়ুন: লালমনিরহাটে চুরির অপবাদে নির্যাতন করায় যুবকের আত্নহত্যা
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ
৯ মাস আগে